ছবি: প্রতিনিধি
নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। হাসপাতালের মূল ফটকের সামনে খোলা ড্রেনের ওপর স্লাব বসানোর কাজ শুরু হয়েছে। এতে প্রতিদিন শত শত রোগী ও তাঁদের স্বজনদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
অনেক দিন ধরে হাসপাতালের প্রবেশপথের পাশে খোলা ড্রেনটি ছিল জনদুর্ভোগের অন্যতম কারণ। বৃষ্টির সময় ড্রেনের পানি উপচে পড়ত, ছড়াত দুর্গন্ধ। অসাবধানতাবশত কেউ কেউ ড্রেনে পড়ে আহতও হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, নীলফামারী পৌরসভার উদ্যোগে শ্রমিকরা একের পর এক স্লাব বসিয়ে ড্রেনের ওপরের অংশ ঢেকে দিচ্ছেন। কাজ শেষ হলে পথটি হবে মসৃণ ও নিরাপদ।
পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, জেনারেল হাসপাতালের সামনে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন। খোলা ড্রেনের কারণে তাঁদের চলাচলে ঝুঁকি ছিল। নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত স্লাব বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে, এলাকাটিও পরিষ্কার ও সুন্দর থাকবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ধীরে ধীরে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও খোলা ড্রেনের ওপর স্লাব বসানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের আশা, এই উদ্যোগ শুধু নিরাপত্তাই দেবে না, বরং শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দিকেও এটি হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এসএইচ







































