ছবি: প্রতিনিধি
পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, টাকার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন আয়োজনের লক্ষ্যেই দলটি পিআর পদ্ধতির দাবি জানাচ্ছে। তাঁর মতে, এই পদ্ধতি বাস্তবায়িত হলে সবাই সমান অধিকার নিয়ে ভোট দিতে পারবে, ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ সম্ভব হবে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের টাউন ক্লাব রোডে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামীম সাঈদী বলেন, দেশের স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণ প্রকৃত অর্থে সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। দেশের শাসকগোষ্ঠী জনগণকে শোষণ ও নিপীড়নের মধ্যে রেখেছে। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারকে সরে যেতে হয়েছে—এটি জনগণের জাগরণের ফল।
তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তবে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল হিসেবে সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। ইতিমধ্যে দলটি ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং পাঁচ মাস আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।
শামীম সাঈদীর মতে, পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি শুধু জামায়াতের নয়—এটি বাংলাদেশের সকল নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের মতামতের মূল্যায়নের দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক এবং জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ।
এসএইচ







































