• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি কার্যালয়ে ব্যক্তিগত আবাস, শোকজ বরগুনার কৃষি কর্মকর্তা


বরগুনা প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২৫, ০৫:০৪ পিএম
সরকারি কার্যালয়ে ব্যক্তিগত আবাস, শোকজ বরগুনার কৃষি কর্মকর্তা

ছবি: প্রতিনিধি

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সরকারি কার্যালয়ের একটি কক্ষ দখল করে ব্যক্তিগত সংসার পরিচালনার অভিযোগে শোরগোল সৃষ্টি করেছেন। এছাড়া বরগুনায় যোগদানের পর কৃষির ভরা মৌসুমে কর্মকর্তা ও কর্মচারীদের বদলী করার ঘটনায় তাকে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ শোকজ করেছেন।

জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তার তৃতীয় তলার একটি কক্ষে রাত্রিযাপনসহ ব্যক্তিগত কাজ করছেন মোস্তাফিজুর রহমান। ওই কক্ষের আগে ডেভেলপমেন্ট সেকশনের কার্যক্রম চলতো। অফিসের কর্মচারীরা অভিযোগ করেছেন, যোগদানের পরই তিনি ১৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে বদলি করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাকে কৈফিয়ত চেয়ে শোকজ করেন। শোকজের কপি তিনি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করলে দ্বিতীয়বার শোকজ দেওয়া হয়। পরবর্তীতে বদলি স্থগিত করা হয়।

বরগুনা জেলা ফার্টিলাইজার সভাপতি ফেরদৌস জামান শাহিন জানান, কয়েক মাস আগে তিনি অফিসে গেলে কর্মকর্তা শর্টপেন্ট পরে খালি গায়ে ছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন। বিষয়টি দেখে তিনি বিব্রত বোধ করেন।

মোস্তাফিজুর রহমান বলেন, তিনি বরগুনায় যোগদানের পর পটুয়াখালীতে তার বাসা থাকায় অফিসেই রাত কাটাচ্ছেন, যা বিশ্রামাগার হিসেবে ব্যবহার করছেন। কাজের ব্যস্ততায় পটুয়াখালী যেতে পারছেন না।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, অফিসে থাকার কোন বিধান নেই। এটি অন্যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নীতিমতো প্রতি মাসে তার মূল বেতনের ১৬ শতাংশ হাউজরেন্ট দেয়া হচ্ছে।

এসএইচ

Wordbridge School
Link copied!