পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা এখনো চূড়ান্ত না হলেও এর আগেই বাউফলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দারের নেতৃত্বে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় মাহবুব জোমাদ্দার বলেন, “তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে সাক্ষাৎকার নিয়েছেন। ইতিমধ্যে আমরা জেনেছি, বাউফলের সব মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনাব মনির হোসেন ভাইকে প্রার্থী হিসেবে নিশ্চিত করা হয়েছে। তাই আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি। যারা মিছিলে অংশ নিয়েছেন, তারা এখন বিভিন্ন ইউনিয়নে গিয়ে মনির ভাইয়ের পক্ষে প্রচারণা চালাবেন।”
এ বিষয়ে জানতে একাধিকবার সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দার এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। কেউ আমার সঙ্গে কথা বলেনি। শুনেছি বাউফলে কেউ মিষ্টি বিতরণ করেছে ও মিছিল করেছে এটা ঠিক হয়নি। দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তারা দলের পক্ষে প্রচারণা চালাতে পারেন, কিন্তু মনোনয়ন নিয়ে এমন প্রচারণা অনুচিত। বিষয়টি সংগঠন খতিয়ে দেখবে।”
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। স্থানীয় পর্যায়ে কিছু নেতা আগেভাগেই নিজেদের প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন, যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।
এ বিষয়ে সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার বলেন, “দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মনোনয়ন নিশ্চিত হলে সেটি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। তার আগে এমন আয়োজন করা দলের শৃঙ্খলাবিরোধী কাজ বলে আমি মনে করি।”
এম







































