• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপিতে মঞ্জুর হঠাৎ ডাক, খুলনা-২ আসন মনোনয়ন ঘিরে ধ্রুমজাল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৫, ০৭:০৭ পিএম
বিএনপিতে মঞ্জুর হঠাৎ ডাক, খুলনা-২ আসন মনোনয়ন ঘিরে ধ্রুমজাল

ছবি: সংগৃহীত

খুলনার বিএনপিতে খুলনা-২ আসনের আগামী নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। গুলশানে বিএনপির কার্যালয়ে ডাক পেয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দলের সূত্র জানাচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইন মিটিংয়ে অংশ নিতে মঞ্জুকে ডাকা হয়েছে, যা চার বছরের সব হিসাব-নিকাশকে সরগরম করে দিয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু জানান, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন এবং খুলনা-২ আসনে ধানের শীষের প্রচারণা চালিয়েছেন। ২০২১ সালের পর থেকে মাঠ ছাড়েননি, সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অন্যদিকে খুলনা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিনও নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এই তিন প্রার্থীর ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, ডাক পাঠানো হয়েছে সকল আগ্রহী প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে কাজ করানোর জন্য। কিন্তু মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দেশে এসে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে।

স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে এবং তার বিভাগীয় পদও ফেরত দেওয়া হোক।

নজরুল ইসলাম মঞ্জু ইতিমধ্যেই অনুসারীদের নিয়ে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, যা দলের মধ্যে নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!