• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বহিষ্কৃত নেতা আব্দুর রউফ পেলেন বিএনপির মনোনয়ন


সাতক্ষীরা প্রতিনিধি  নভেম্বর ৪, ২০২৫, ০৫:১৯ পিএম
বহিষ্কৃত নেতা আব্দুর রউফ পেলেন বিএনপির মনোনয়ন

ছবি: প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ এবার পেয়েছেন দলীয় মনোনয়ন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি আব্দুর রউফকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছিল। বহিষ্কারপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

পরবর্তীতে গত এপ্রিল মাসে ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায়ও আলোচনায় আসেন আব্দুর রউফ। ওই সময় স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা ব্যানারে মানববন্ধন করে তার গ্রেপ্তার দাবি করেন। সাতক্ষীরা জেলা বিএনপিও বিবৃতি দিয়ে জানিয়েছিল, আব্দুর রউফ বিএনপির কোনো পদে নেই এবং তাকে দলীয় পরিচয়ে প্রচার না করতে মিডিয়াকে অনুরোধ জানানো হয়।

এর পরেও রউফের বিরুদ্ধে নানা দখলবাজির অভিযোগ ওঠে। সাতক্ষীরা বাস টার্মিনাল, ভোমরা স্থলবন্দর সিএন্ডএজেন্ট অ্যাসোসিয়েশন এবং প্রেসক্লাব দখলের ঘটনায় তার নাম উঠে আসে। জেলা প্রশাসনের অভিযানে পরবর্তীতে কিছু সরকারি খাসজমি উদ্ধার করা হয়।

এদিকে, বহিষ্কারাদেশ বহাল থাকলেও রউফের প্রার্থিতা ঘোষণায় ক্ষুব্ধ হন মনোনয়ন বঞ্চিত প্রার্থী আব্দুল আলিমের সমর্থকেরা। সোমবার রাত ১০টার পর খুলনা–সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন। পরে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন, তবে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম প্রমুখ।

এসএইচ 

Wordbridge School
Link copied!