ছবি: প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং যে দেশ ১৯৪৭ সালে স্বাধীন হয়েছিল, সেটি পাকিস্তান না হলে আজকের বাংলাদেশও হতো না। তিনি বলেন, ১৯৪৭ সালে যদি ভারত বিভাজন না ঘটত, তাহলে ১৯৭১ সালে যে পূর্ব পাকিস্তান জন্ম নেয়, সেই ভূখণ্ডই আজকের বাংলাদেশে রূপ নিত না।
তিনি আরও বলেন, বাংলাদেশ সৃষ্টি একদিনের ঘটনা নয়—এটি একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। ইসলাম, ধর্মীয় বিশ্বাস ও এই দেশের মানুষের ইমানকে ভিত্তি করেই এই দেশ গড়ে উঠেছে। আর হজযাত্রীদের জন্য আরাফাতের ময়দানের রাস্তা নির্মাণ করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান—এটি ধর্মপ্রাণ মানুষের জন্য তাঁর এক বড় অবদান।
মঙ্গলবার সকাল ১১টায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে হাকিমপুর উপজেলা ও পৌর এলাকার মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং কওমি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
পরে ডা. জাহিদ হোসেন গোহাড়া ও খাট্রা উচনায় আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
এসএইচ







































