• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার সেই বৃদ্ধ মুক্তিযোদ্ধা নন


জেলা প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৫, ১১:৩২ এএম
যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার সেই বৃদ্ধ মুক্তিযোদ্ধা নন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল করিম (৭৬) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে মুখী গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি মুক্তিযোদ্ধা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনা চলে। এবার জানা গেল সে ব্যক্তি মুক্তিযোদ্ধা নন।

থানায় নিয়ে গেলে তিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করেন। তবে গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইফুল আলম বলেন, “সরকারি তালিকায় ও জামুকার নথিতে আব্দুল করিম নামে কোনো মুক্তিযোদ্ধা নেই। তার দেওয়া নাম ও গ্রামের তথ্য মিলছে না। অর্থাৎ তিনি মুক্তিযোদ্ধা নন।”

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটেও দেখা গেছে, গফরগাঁও উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকায় আব্দুল করিম নামে এক ব্যক্তি থাকলেও তার পিতার নাম ও গ্রাম ভিন্ন।

গফরগাঁও থানার ওসি ফেরদৌস আলম জানান, “অভিযুক্ত নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও তা যাচাই করা সম্ভব হয়নি। ভুক্তভোগীর বাবার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, “যাচাই-বাছাই শেষে আমরা নিশ্চিত হয়েছি, গ্রেফতার হওয়া আব্দুল করিম মুক্তিযোদ্ধা নন।”

এম

Wordbridge School
Link copied!