• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন মুসল্লিরা


বরগুনা প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৫, ১০:৪৩ এএম
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন মুসল্লিরা

কিশোর, যুবকদের নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনার পাথরঘাটার যুবসমাজ। টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার পেয়েছেন ২০ মুসল্লি।

উপজেলা নাচনাপাড়া ৩ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদে যুবসমাজের উদ্যোগকে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর ) জুমার নামাজের পূর্বে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন উক্ত মসজিদে খতিব মাওলানা জিয়াউর রহমান,নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, বরগুনা পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. ফেরদাউস।

মসজিদে খতিব মাওলানা জিয়াউর রহমান বলেন, বর্তমান সমাজে শিশু কিশোররা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোনো বিকল্প নেই। যারা এমন ব্যতিক্রম আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ থেকে অবসংস্কৃতি দূর হবে।

নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম বলেন, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে (আল কোরআন) যুবসমাজকে নামাজে মনোযোগী ও মসজিদ মুখি করার জন্য এটা আমাদের ২য় উদ্যোগ। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে, এলাকার যুবসমাজ স্বতন্ত্রভাবে আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করতে মসজিদে ছুটে আসেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ্ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দিন ইসলামের জন্য কবুল করেন।

এম

Wordbridge School
Link copied!