• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে রেললাইনে আগুন, এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল


জেলা প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৫, ০৭:২০ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে রেললাইনে আগুন, এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায়, আখাউড়া–চিনাইর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেললাইনে আগুন দেখা দেওয়ার পরপরই ট্রেন চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি কিছু সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর, রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তবে দুষ্কৃতকারীরা ততক্ষণে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আগুনে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এম

Wordbridge School
Link copied!