• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন


জেলা প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৫, ০৯:১৯ এএম
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

বরগুনার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে।  

বুধবার (১২ জুলাই) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। 

স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করার সময়কার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। 

ভিডিওতে দেখা যায়, বরগুনা সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভের বহিরাংশে ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, “ভিডিও নজরে এসেছে। আমরা নিশ্চিত না এটা কোথার ভিডিও। তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে, রাত ১টার দিকে ওই ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। তিনি এটাকে ‘লকডাউনের সফল’ কার্যক্রম বলে উল্লেখ করেন।

এম

Wordbridge School
Link copied!