• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুন্দরবন থেকে ৪ জিম্মি উদ্ধার, জব্দ ৭২ কেজি হরিণের মাংস


খুলনা প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:১১ এএম
সুন্দরবন থেকে ৪ জিম্মি উদ্ধার, জব্দ ৭২ কেজি হরিণের মাংস

সুন্দরবন ও বটিয়াঘাটা সংলগ্ন এলাকায় দুটি পৃথক অভিযানে ডাকাত দলের জিম্মিদশা থেকে ৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ৭২ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করা হয়। অভিযানে ৪ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ‘ডাকাত দুলাভাই’ বাহিনীর সদস্যরা কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কোস্টগার্ড স্টেশন কয়রা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ডাকাত দুলাভাই বাহিনীর আস্তানা থেকে জিম্মি অবস্থায় থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, সোমবার (৮ ডিসেম্বর) মধ্যরাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন কয়রা। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি নৌকা থেকে ৭২ কেজি হরিণের মাংস, ২টি হরিণের মাথা ও ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম

Wordbridge School
Link copied!