গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাফসির মাহফিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ইসলামি বক্তা মাওলানা ফরিদুল ইসলামের (৩৫)। শনিবার (৬ ডিসেম্বর) রাতে হাজারো মানুষের উপস্থিতিতে বয়ান দিতে গিয়েই তিনি স্টেজে পড়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে মঞ্চে ওঠেন মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে স্টেজেই লুটিয়ে পড়েন।
তৎক্ষণাত স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করছিলেন।
এম







































