• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে


পঞ্চগড় প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৭ এএম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ভোর থেকে কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূলরা।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১০-১২ কিলোমিটার। গতদিনের ম্যাক্সিমাম তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ তাপমাত্রা।

হিমালয়ের কোলঘেঁষা জেলা পঞ্চগড়ে পুরোপুরি  শীত নেমে গেছে এখানকার আবহাওয়া ও ঠান্ডায় তা টের পাওয়া যায় যাচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সন্ধা থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।

তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষরা। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

পঞ্চগড় সদর উপজেলার কৃষক হাসেম বলেন, সকাল থেকে অনেক কুয়াশা।  কিছু দেখা যায় না। কৃষি কাজ করতে সমস্যা হচ্ছে।

একই উপজেলার রিক্সা চালক আজিজার বলেন, কুয়াশা ও ঠান্ডার কারনে হাত পাথরের মতো ঠান্ডা হয়ে আছে। বেশি দূরে দেখা যায়না। ভাড়ার যাত্রীও কম।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে যা আগামীতে আরও কমতে পারে। জানুয়ারীর শুরুতে শৈত্য প্রবাহ বয়ে যাবে।

এম

Wordbridge School
Link copied!