• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়, ৬.৭ ডিগ্রি


জেলা প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২৬, ০৯:১৭ এএম
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়, ৬.৭ ডিগ্রি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়, ৬.৭ ডিগ্রি
নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার (৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এটাই চলতি শীতে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে মঙ্গলবার সকালে রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা আজ নওগাঁর রেকর্ডে ছাড়িয়ে গেছে।

জেলা জুড়ে কুয়াশার তীব্রতা তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে কয়েক গুণ। ভোর থেকে শুরু হওয়া ঠাণ্ডা বাতাসে নগর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের কারণে কৃষিকাজে, বিশেষ করে এ মৌসুমের ধান রোপণে সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

গত তিন দিন ধরে একই ধরনের শীতল আবহাওয়া বিরাজ করছে নওগাঁ জেলায়। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও ঠাণ্ডা বাতাসে স্বস্তি মিলছে না সাধারণ মানুষের।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত প্রায় তিন সপ্তাহ ধরে টানা বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে জনজীবনে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই শীতে দেশের সর্বনিম্ন। বর্তমানে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

এম

Wordbridge School
Link copied!