• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে ঘোড়া ও ফুটবল নিয়ে মাঠে থাকছেন বিএনপির দুই ‘বিদ্রোহী’


রাজশাহী ব্যুরো জানুয়ারি ২২, ২০২৬, ১০:১৫ এএম
রাজশাহীতে ঘোড়া ও ফুটবল নিয়ে মাঠে থাকছেন বিএনপির দুই ‘বিদ্রোহী’

রাজশাহীতে ঘোড়া ও ফুটবল নিয়ে মাঠে সক্রিয়ভাবে লড়বেন বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী খায়রুল হক ও রেজাউল করিম । রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২৬ জনই দলীয় প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন চারজন। দলীয় প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত অন্য প্রতীক বরাদ্দ নিয়েছেন।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিত করেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। পরে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির দুজন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এদের মধ্যে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক বরাদ্দ বরাদ্দ পেয়েছেন। একই আসনে যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম বরাদ্দ পেয়েছেন ফুটবল প্রতীক।

আসনটিতে রায়হান কাওসার নামের আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এই আইনজীবী এবার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদও নিয়েছেন মোটরসাইকেল প্রতীক।

জেলার ছয়টি আসনের মধ্যে রাজশাহী-১ আসনে চারজন, রাজশাহী-২ আসনে ছয়জন, রাজশাহী-৩ আসনে পাঁচজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে সাতজন ও রাজশাহী-৬ আসনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার থেকে তারা প্রচারে মাঠ চষে বেড়াবেন।

এম

Wordbridge School
Link copied!