কুড়িগ্রাম: আবেগঘন পরিবেশে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাঁওকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ ।
বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) সন্ধ্যায় মাধ্যমিক শিক্ষক কমিটির আয়োজনে উপজেলা চত্বরের নজরুল মঞ্চে এ সংবর্ধনা দেয়া হয়। মানপত্র ও ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা জানাতে গিয়ে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা আবেগ প্রবন হয়ে কান্নায় ভেঙে পড়েন।
ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোরর্শেদ আলমের সঞ্চালনায় ও প্রাধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পশ্চিমফুলমতি বহুমুখী বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী জছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবাইদুল হক, দাশিয়ার ছড়া সম্বনয় পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ও মুক্তিযোদ্ধা ডা. শাহাজাহান আলী প্রমুখ।
বক্তরা বলেন, দেবেন্দ্রনাথ উরাঁও আড়াই বছরের বেশি সময় পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়ে ফুলবাড়ী আসেন। এই সময়ে তিনি দায়িত্ব পালনকালে তার নিজের অফিসসহ উপজেলা ভূমি অফিস, কৃষি, শিক্ষা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, মৎস্য, সমাজসেবা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার অফিসসহ উপজেলা প্রশাসনের প্রতিটি অফিসকে জনবান্ধব অফিসে রূপান্তরিত করতে সক্ষম হন।
এছাড়া তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।
সম্প্রতি নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাঁও পদোন্নতি হওয়ার কারণে বদলীর খবর আসলে উপজেলা পরিষদ ও প্রশাসনসহ সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে আবেগের সৃষ্টি হয়।
নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাঁও বিদায়ী বক্তব্যে বলেন, ফুলবাড়ীর মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরো ভালো। ফলে সকলকে সঙ্গে নিয়ে সুন্দর ভাবে কাজ করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ফুলবাড়ীর মাটি ও মানুষ আমার অন্তরে সারা জীবন থেকে যাবে।
সোনালীনিউজ/এমএইচএম







































