• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাবেক এমপি দুর্জয় চার দিনের রিমান্ডে 


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২৫, ০৫:১৭ পিএম
সাবেক এমপি দুর্জয় চার দিনের রিমান্ডে 

ঢাকা: সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রট আদালতের বিচারক সাদবীর ইযাছির আহম্মেদ চৌধুরী এ আবেদন মঞ্জুর করেন।

আদালতে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ।

এআর

Wordbridge School
Link copied!