• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাগলকাণ্ড

মতিউরকে ৩ দিন জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ


আদালত প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২৫, ০২:৪১ পিএম
মতিউরকে ৩ দিন জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা : ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে তিনদিন জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত ৬ জানুয়ারি মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় গত ২১ জানুয়ারি মতিউরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

গত ১৫ জানুয়ারি মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। রোববার একই আদালত লাকিকে একদিন জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।

গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেইসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। ওই পোস্টটি দিয়েছিলেন ছেলে ইফাত।

ওই সময়ে বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মতিউর বলেছিলেন, চারবার দুদক তদন্ত করে দেখেছে, আমি কোনো দুর্নীতি করিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!