• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গুলশানে চাঁদাবাজি: বহিষ্কৃত ছাত্রনেতা অপু গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০২৫, ০৩:০০ পিএম
গুলশানে চাঁদাবাজি: বহিষ্কৃত ছাত্রনেতা অপু গ্রেপ্তার

ঢাকা: আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবি করার ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, জানে আলম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন।

এর আগে, গত ১৭ জুলাই গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন। তাঁদের মধ্যে রাজ্জাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

অভিযোগে বলা হয়, শাম্মীর স্বামী সিদ্দিক আবু জাফর প্রথম দফায় ১০ লাখ টাকা দেন। পরবর্তীতে আরও টাকা নিতে গেলে রাজ্জাকসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আটক হওয়া অন্যরা হলেন ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।

সিদ্দিক আবু জাফরের দায়ের করা মামলায় অপু নামের একজনসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং কিশোর অপরাধীকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, চাঁদার টাকায় রাজ্জাক নিজে ৫ লাখ টাকা ভাগে পান এবং ওই টাকা নিজের বাড্ডার মেস বাসায় রেখে দেন। সেখান থেকে বৃহস্পতিবার ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এছাড়া পুলিশের তদন্তে উঠে এসেছে, রংপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যবসাপ্রতিষ্ঠান ‘ট্রেড জোন’ থেকে রাজ্জাক ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক নিয়েছিলেন। চেকগুলো উদ্ধার করা হয়েছে তার ভাড়া বাসা পশ্চিম রাজাবাজার এলাকা থেকে।

ঘটনার জেরে জানে আলম ও রাজ্জাক—উভয়কেই গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকেও সংগঠন থেকে বাদ দেওয়া হয়।

ওএফ

Wordbridge School
Link copied!