ঢাকা: সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ শুনানি শুরু হয়।
এর আগে গত ২৮ জুলাই ট্রাইব্যুনাল এই শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন। সেই অনুযায়ী সকাল থেকেই আলোচিত মামলার আটজন গ্রেপ্তার আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার মোট ১৬ জন আসামির মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল। এদের প্রত্যেককে আজ ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয় তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে নিহতদের মরদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার মধ্যে একজন তখনও জীবিত ছিলেন, যাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়।
এই হৃদয়বিদারক ও নৃশংস ঘটনার পর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
মামলার সঙ্গে প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে: ৩১৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ, যেখানে ভিডিও ও অডিও ফুটেজ রয়েছে।
আজকের শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়ার পথে অগ্রসর হবে কিনা, তা নির্ধারিত হবে এই শুনানির ওপর ভিত্তি করেই।
ওএফ







































