• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৪৯ পিএম
লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ সাত আসামির জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। 

তবে শুনানির ঠিক আগ মুহূর্তে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকি ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে তাদের জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানির আগে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের এজলাসে উপস্থিত হন। 

শুনানির এক পর্যায়ে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ২৯ আগস্ট থেকে কারাগারে আছেন লতিফ সিদ্দিকী। 

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম।

লতিফ সিদ্দিকীর আইনজীবী তাহমীম মহিমা বাঁধন জানান, লতিফ সিদ্দিকী প্রথমে ওকালতনামায় সই করতে চাননি। পরে জেড আই খান পান্নার ওকালতনামা দেখে সই করেন।

তিনি আরও জানান, লতিফ সিদ্দিকী একজন বয়স্ক ও অসুস্থ মানুষ। আজ তার অসুস্থতার বিষয়ে মেডিকেল রিপোর্ট দেখিয়ে জামিনের জন্য শুনানি করার কথা ছিল। কিন্তু শুনানির আগে সঠিক সময় পরিবার মেডিকেল রিপোর্ট সরবরাহ করতে পারেনি। এজন্য তার জামিনের আবেদন প্রত্যাহার করা হয়েছে। 

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, গত শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

এআর

Wordbridge School
Link copied!