• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে এমপি হওয়া যাবে না


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৫, ১২:১৮ পিএম
ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে এমপি হওয়া যাবে না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর কেউ আর জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হওয়ার বা ওই পদে থাকার যোগ্য থাকবেন না—এমন নির্দেশনা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীন মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলে, তিনি কেবল সংসদ সদস্য পদেই অযোগ্য হবেন না; পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কমিশনার, চেয়ারম্যান, মেয়র, প্রশাসক বা অন্য কোনো নির্বাচিত পদেও দায়িত্ব পালন করতে পারবেন না।

এছাড়াও, অভিযুক্ত ব্যক্তি প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্ত হওয়ার অযোগ্য বলে গণ্য হবেন এবং তিনি সরকারি বা রাষ্ট্রীয় কোনো পদেও অধিষ্ঠিত থাকতে পারবেন না।

তবে একই প্রজ্ঞাপনে একটি ব্যতিক্রমও রাখা হয়েছে। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে খালাস বা অব্যাহতি পান, সেক্ষেত্রে এই বিধিনিষেধ তার ওপর প্রযোজ্য হবে না।

এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকেরা দেখছেন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, যা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের উচ্চপদে আসার পথ রুদ্ধ করতে ভূমিকা রাখবে।

এম

Wordbridge School
Link copied!