• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির হাতে টিফিন বক্সে মিলল ৩টি ককটেল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৫, ০৫:৫৭ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির হাতে টিফিন বক্সে মিলল ৩টি ককটেল

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান খান স্বাধীন এবং দুই কর্মী মো. সাগর ও মো. রাব্বি। 

পুলিশ জানায়, খিলক্ষেতের যাত্রীছাউনি-সংলগ্ন পাকা রাস্তা থেকে আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা টিফিন বক্সের ভেতর থেকে ৩টি ককটেল জব্দ করা হয়।
 
এ বিষয়ে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের যাত্রীছাউনি এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘তারা মিছিল ও নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

এসএইচ
 

Wordbridge School
Link copied!