• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৫, ০২:৪৭ পিএম
এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডায় গুলি করে হত্যা করা হয়েছে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে। বুধবার (১২ নভেম্বর) সকালে মধ্য বাড্ডার কমিশনার গলিতে একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

ওসি সাইফুল ইসলাম জানান, কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

তিনি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের বিভিন্ন টিম কাজ শুরু করেছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

পিএস

Wordbridge School
Link copied!