চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সোমবার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন। তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম বাংলাদেশ। আল্লাহ এই দেশকে শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন। আমিন।”
একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আশা প্রকাশ করেছেন, দেশের একটি মামলার রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত করবে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।”
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ ঘোষণা করবেন। বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশকারীদের পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা হচ্ছে।
এম







































