• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি


আদালত প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৫৫ এএম
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ২৭ নভেম্বর বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এ গুরুত্বপূর্ণ বৈঠক।

সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন এই ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতিসহ বিচার বিভাগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিচারপতিদের জন্য ফুলকোর্ট সভা হলো একান্ত অভ্যন্তরীণ আলোচনা ও নীতি নির্ধারণের প্ল্যাটফর্ম। আদালত পরিচালনা, বিচারকদের প্রশাসনিক বিষয় এবং বিচারিক কার্যক্রমের উন্নয়ন—এসবই এমন সভায় আলোচনার প্রধান বিষয় হয়ে থাকে।

এম

Wordbridge School
Link copied!