ফাইল ছবি
ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এইচ এ এম জহিরুল ইসলাম খান, জনপ্রিয়ভাবে জেড আই খান পান্না নামে পরিচিত, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলায় রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও অন্য পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের বিধান থাকায় আদালত তাকে এই দায়িত্ব দিয়েছে। এর আগে প্রথমবার অন্য একজন আইনজীবী নিয়োগ পাওয়ায় জেড আই খান পান্না বিফল হয়েছিলেন।
রোববার (২৩ নভেম্বর) নিয়োগ পাওয়ার পর জেড আই খান পান্না সাংবাদিকদের জানান, তিনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে যুদ্ধ করেছেন। তিনি বলেন, “আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রীকে আরও প্রপারভাবে ডিফেন্স দেওয়া দরকার। তাই আমি স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ গ্রহণ করেছি।”
আইনজীবী জানান, আদালত তাকে সরকারিভাবে নিয়োগ দেওয়ায় তিনি কোনো আপত্তি রাখেননি। যদিও একটি মামলায় শেখ হাসিনার সাজা ইতোমধ্যে কার্যকর হয়েছে, তাতে তার নিয়োগ প্রযোজ্য নয়।
এর আগে চলতি বছরের ১২ আগস্ট জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে তখন আদালত ইতিমধ্যে একজন আইনজীবী নিয়োগ করায় আবেদন গ্রহণ করেনি। এই আবেদন ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের মাধ্যমে পেশ করা হয়েছিল।
আইনজীবী নাজনীন নাহার জানান, জেড আই খান পান্না আদালতের অনুমতি পেলে আরও প্রয়োজন হলে অন্য মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে অংশগ্রহণ করতে পারেন।
এদিকে রাষ্ট্র নিযুক্ত প্রথম আইনজীবী হিসেবে ঢাকা বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবী আমির হোসেন নিয়োগপ্রাপ্ত ছিলেন।
জেড আই খান পান্নার নিয়োগ নিয়ে আদালতের আইনানুগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আইনগত লড়াই চালিয়ে যাবেন।
এসএইচ







































