পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় আজ রায় ঘোষণা করা হবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন।
২৩ নভেম্বর মামলার আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের আইনজীবীরা যুক্তিতর্ক শেষ করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) যুক্তিতর্কে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন। পরবর্তীতে আদালত ২৭ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
দুদক এই মামলাগুলোতে মোট ২৩ জনকে আসামি করেছে। তাদের মধ্যে রয়েছেন—
এসব মামলার অন্য আসামিরা হলেন— সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও নায়েব আলী শরীফ, সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-২) কামরুল ইসলাম, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মাজহারুল ইসলাম।
এ মামলায় বর্তমানে খুরশীদ আলম ছাড়া অন্য সব আসামি পলাতক; তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গত ৩১ জুলাই, পৃথক আদালতে পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দ-সংক্রান্ত মোট ৬টি মামলায় অভিযোগ গঠন করা হয়। এসব মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা অভিযুক্ত হন। এসব মামলা দুদক গত জানুয়ারি মাসে দায়ের করে।
দুদকের অভিযোগপত্র অনুযায়ী— সরকারি দায়িত্বে থাকার সময়ে অর্পিত ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়।
এম







































