• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গুম-নির্যাতন মামলায় তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির


আদালত প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৫, ১০:২২ এএম
গুম-নির্যাতন মামলায় তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির

জেআইসি সেলে সংঘটিত কথিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার সেনানিবাস এলাকায় বিশেষ কারাগারে থাকা তিন কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসে পুলিশ।

হাজির করা কর্মকর্তারা হলেন—ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।

মামলার অন্য ১০ আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন—
সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক দুই মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলমসহ আরও কয়েকজন সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ এ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

গত ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের শুনানিতে জেআইসি সেলে গুম ও নির্যাতনের অভিযোগের বিভিন্ন বর্ণনা তুলে ধরেন। তিনি ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ২৬ জন নিখোঁজ ব্যক্তির বিষয়ে পাঁচটি অভিযোগ এনে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন।

পরে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তার তিন আসামির পক্ষে সময় চাওয়া হলে আজকের দিনটি শুনানির জন্য নির্ধারণ করা হয়।

২৩ নভেম্বর পলাতকদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পক্ষে প্রথমে জেডআই খান পান্না স্বেচ্ছায় আইনজীবী হন। পরে ৩ ডিসেম্বর অসুস্থতার কথা বলে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে মো. আমির হোসেনকে তার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি পলাতক আসামিদের হাজিরে সাত দিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়।

এ মামলায় ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আদালত তা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এম

Wordbridge School
Link copied!