• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুরি ধামাচাপা দিতেই মা-মেয়ে হত্যা

গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:২২ পিএম
গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম দুই আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে আসামিপক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহারে বলা হয়, নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, ৫ ডিসেম্বর আয়েশা তাদের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। ৮ ডিসেম্বর সকালে তিনি কর্মস্থল উত্তরায় চলে যান এবং স্ত্রীকে বারবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি। পরে সকাল ১১টার দিকে বাসায় ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। তাঁর মেয়েও গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে মেইন গেটের কাছে পড়ে ছিল। প্রতিবেশীর সহায়তায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে আজিজুল নিশ্চিত হন যে, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বাসা থেকে বেরিয়ে যান। এ সময় তিনি তাঁর মেয়ের মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান। এজাহারে উল্লেখ করা হয়, ওই সময়ের মধ্যেই লায়লা ফিরোজ ও তাঁর মেয়েকে ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডে চুরি ধরা পড়ে যাওয়ার আশঙ্কাই প্রধান কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এসএইচ 

Wordbridge School
Link copied!