• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুবাইতে শেয়ারবাজার নিয়ে ‘রোড শো’ শুরু দুপুরে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২১, ১১:৩৩ এএম
দুবাইতে শেয়ারবাজার নিয়ে ‘রোড শো’ শুরু দুপুরে

ঢাকা : ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে প্রবাসী ও বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে দুবাইতে চার দিনব্যাপী শুরু যাচ্ছে বাংলাদেশ ‘রোড শো’।
 
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই ‘রোড শো’ আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এই ‘রোড শো’ আনুষ্ঠানিক উদ্বোধনর করবেন।

বিএসইসি কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত ‘রোড শো’ প্রথম দিনের আয়োজনে থাকছে দুপুর সাড়ে ১২টায় প্রবাসীদের নিয়ে ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে। একই দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বিদেশিদের নিয়ে ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে।

১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবে।

১১ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। এখানেও অংশ নেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

রোড শো’র শেষ দিন ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। 

রোড শো’তে প্রবাসী বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগে সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!