• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫শ’ কোটি টাকার বেশি 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২১, ১২:১৪ পিএম
ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫শ’ কোটি টাকার বেশি 

ফাইল ছবি

ঢাকা: মহামারির করোনার প্রকোপ মোকাবেলায় ৬৬ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইসের বিধি নিষেধ তুলে নেয়ায় বৃহস্পতিবারও বড় দরপতন হয়। এতেই সপ্তাহ শেষে শেয়াবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়। তবে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে।  এতে মূলধনের পরিমান বেড়েছে ৫৫৯ কোটি টাকার বেশি। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে ৪-৮ এপ্রিল’ ২০২১ পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

দেখা যায়, ডিএসইর বাজার মূলধন বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানের ডিএসই বাজার মূলধন বেড়েছে ৫৫৯ কোটি ৪৮ লাখ ৩১ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে মোট লেনদেনও বেড়েছে। গত সপ্তাহের  ৪-৮ এপ্রিল পর্যন্ত পাঁচ কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ( ২৮ মার্চ-১ এপ্রিল ) লেনদেন হয়েছিল ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ টাকার। সেই হিসাবে টাকার অংকে লেনদেন বেড়েছে ২৮৫ কোটি ৮১ লাখ টাকা। 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২৭০ পয়েন্ট। এ সময়ে ৭ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেড়েছে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৯৯০ পয়েন্টে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৮৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে ১ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২০২ পয়েন্টে।

সোনালীনিউজ/ আরএইচ

Wordbridge School
Link copied!