• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কানাডার আউটসোর্সিং বাজার ধরার সুযোগ বাংলাদেশের 


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২২, ০৩:১৯ পিএম
কানাডার আউটসোর্সিং বাজার ধরার সুযোগ বাংলাদেশের 

ঢাকা : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কানাডার আউটসোর্সিং সেবার বাজার ধরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। কেননা উত্তর আমেরিকার দেশটি ওয়েব ডেভেলপমেন্ট, সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল কনটেন্টসহ তথ্যপ্রযুক্তিখাতের বেশিরভাগ সেবা ভারত, রাশিয়া ও ইউক্রেন থেকে আউটসোর্সিং করে থাকে। কিন্তু বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য কানাডার আউটসোর্সিং এর বাজার ধরার সুযোগ তৈরি করে দিয়েছে। 

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে কানাডা বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন স্ট্রেংদেনিং কমার্শিয়াল রিলেশনস এর বৈঠকে এ তথ্য জানান কানাডার কো-চেয়ার নুজহাত তাম জামান। 

এ সময় বাংলাদেশের কো-চেয়ার এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশে ৬ লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছে। আউটসোর্চিংয়ের বিশ্ববাজারে তারা দক্ষতার সাথে কাজ করছে।

এর আগে এফবিসিসিআই সভাপতি বলেন বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কানাডিয়ান কোম্পানির বিশ্বব্যাপী সুনাম রয়েছে। বাংলাদেশেও এ খাতে দেশটিকে বিনিয়োগের আহ্বান জানান সভাপতি। 

অন্যদিকে বাংলাদেশ সোলার প্যানেলের কারখানা স্থাপনের কানাডার প্রতি আহ্বান জানান এফবিসিসিআই’র পরিচালক ও ওয়ার্কিং গ্রুপের সদস্য সৈয়দ আলমাস কবির। 

বৈঠকে দুই পক্ষই কানাডা বাংলাদেশ বাণিজ্য বাড়াতে ট্রেড মিশন আদান প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করে। 

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির ওপর কানাডার থমাস টিমিন্স ও ওষুধ শিল্পের ওপর বাংলাদেশের ড. ই এইচ আরেফিন আহমেদ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এর সভাপতি শামিম আহমেদ, বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি শহীদুল ইসলাম হেলাল, কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদ রহমান, সাস্কাচেওয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপ এর সভাপতি ক্রিস ডেকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, কানাডিয়ান হাইকমিশন, ঢাকার ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ এবং এফবিসিসিআই’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!