ঢাকা : শেয়ারবাজারে লেনদেনে শীর্ষ ২০ ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) হোল্ডারদের অ্যাওয়ার্ড দিয়েছেন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিবিএ)।
প্রতিষ্ঠানগুলো ২০২৩ সালে শেয়ারবাজারে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয়েছে। শুধুমাত্র টার্নওভারের উপর ভিত্তি করে ডিএসইতে ভলিউম বাড়ানোর পরিপ্রেক্ষিতে শীর্ষ ব্রোকারদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসই টাওয়ারের হল রুমে 'ডিবিএ স্টক ব্রোকার্স পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২৩' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাচিতদের অ্যাওয়ার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্রোকার হাউজগুলো হলো- ইউসিবি স্টক ব্রোকারেজ, লংকাবাংলা সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, শান্তা সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল কোম্পানি। বিডি সানলাইফ সিকিউরিটিজ, রয়্যাল ক্যাপিটাল, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ এবং বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মিজানুর রহমান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং আব্দুল হালিম। আরও উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু এবং ডিএসইর এমডি ড.তারিকুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএ'র সভাপতি এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম।
এমটিআই








-20260128092011.png)






























