• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

লেনদেন ফিরে পিপলস লিজিংয়ের কমেছে শেয়ার দর


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৪, ০৪:০৭ পিএম
লেনদেন ফিরে পিপলস লিজিংয়ের কমেছে শেয়ার দর

ঢাকা: দীর্ঘ দিন লেনদেন বন্ধ থাকা পিপলস লিজিংয়ের লেনদেন শুরু আজ রোববার। প্রায় পাঁচ বছর পর লেনদেন শুরু হয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানটির। ২০১৯ সালের জুলাই মাস থেকে শেয়ারবাজারে এই কোম্পানির লেনদেন বন্ধ ছিল।

দিনের শুরু থেকেই আজ পিপলস লিজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ ছিল। বিপুলসংখ্যক মানুষ এই শেয়ার কিনতে চাইলেও বিক্রেতা ছিল হাতে গোনা। এতে দিনের শুরুতেই এই কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় উঠে যায়। দিনের প্রথম ঘণ্টায় আজ এই কোম্পানির প্রায় ৮৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

দিনের লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম ২.২৮ শতাংশ কমে অবস্থান করছে ৪২ টাকা ৯০ পয়সা। এদিনে লেনদেন হয়েছে ২৪ লাখ টাকা। হাতবদল হয়েছে ৭০ টি শেয়ার। 

উল্লেখ, আর্থিক কেলেঙ্কারির জন্য দেশজুড়ে বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পি কে) হালদারের কারণে কোম্পানিটি একসময় প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে যায়। তখন গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছিল না প্রতিষ্ঠানটি।

একপর্যায়ে বাংলাদেশ ব্যাংক কোম্পানিটি বিলুপ্ত বা অবসায়নের উদ্যোগ নেয়। এ কারণে ২০১৯ সালের জুলাইয়ে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ করা হয়। সম্প্রতি কোম্পানিটিকে আবার লেনদেনে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

এরপর গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই শেয়ার লেনদেনের সিদ্ধান্ত হয়। সেদিন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য এ তথ্য প্রকাশ করা হয়। সে অনুযায়ী, কোম্পানিটি ‘জেড’ শ্রেণিভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে।

এআর

Wordbridge School
Link copied!