ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি এস. এম. মান্নান (কচি) দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র দিয়েছেন।এই প্রেক্ষিতে শনিবার (২৪ আগষ্ট) র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এস. এম. মান্নান (কচি) এর পদত্যাগপত্র গ্রহণ করে বিজিএমইএ এর সভাপতি করা হয় খন্দকার রফিকুল ইসলামকে। তিনি ২০২৪-২০২৬ মেয়াদে এস. এম. মান্নান (কচি) এর নেতৃত্বাধীন বিজিএমইএ বোর্ডে সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি থেকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব নিলেন আব্দুল্লাহ হিল রাকিব এবং পরিচালক থেকে সহ-সভাপতির দায়িত্ব নিলেন আসিফ আশরাফ।
খন্দকার রফিকুল ইসলাম এর নেতৃত্বাধীন বোর্ডের সহ-সভাপতিগণ হলেনঃ-
১ম সহ-সভাপতি - সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি - আব্দুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি- আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) - মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি - মিরান আলী, সহ-সভাপতি - আসিফ আশরাফ, সহ-সভাপতি - রকিবুল আলম চৌধুরী।
এএইচ-আইএ







































