ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র বাজারজাতকৃত একটি বীমা পলিসির নাম পরিবর্তন করা হচ্ছে। এই পলিসির নাম- বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। বর্তমান নামটি পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ নামকরণের প্রস্তাব করা হয়েছে।
এরইমধ্যে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কাছে এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করেছে সংস্থাটি। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত আবেদনটি গত ১৭ অক্টোবর কর্তৃপক্ষে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের প্রস্তাবনার প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সার্কুলার নং-নন-লাইফ ৭৯/২০২০ এর মাধ্যমে 'বঙ্গবন্ধু সুরক্ষা বীমা" নামক একটি জনবীমা পলিসি অনুমোদন করে।
উক্ত অনুমোদনের আলোকে সাধারণ বীমা করপোরেশন দেশব্যাপী এর শাখাসমূহের মাধ্যমে বীমা পলিসিটি ইস্যু করা আসছে। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাজারজাতকরণের সুবিধার্থে আলোচ্য বীমা পলিসিটির নাম পরিবর্তন করা প্রয়োজন।
এমতাবস্থায় বিদ্যমান প্রিমিয়াম হার, টার্মস এন্ড কন্ডিশনস অপরিবর্তিত রেখে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসির শিরোনাম পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ নামকরণের মাধ্যমে বিপণনের সদয় অনুমোদনের জন্য অনুরোধ জানানো হয়।
এআর