• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

রংপুর ও নওগাঁয় শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২২, ২০২৫, ০৬:০৬ পিএম
রংপুর ও নওগাঁয় শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

ঢাকা: ছাত্র, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক-পিএলসি। সম্প্রতি রংপুর ও নওগাঁ সদরে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

নওগাঁ:
শাহ্জালাল ইসলামী ব্যাংক-পিএলসি এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি নওগাঁ সদরের দপ্তরীপাড়া মাদ্রাসা মাঠে ছাত্র, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী, দপ্তরীপাড়া মাদ্রাসার সভাপতি মো. শহিদুল রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রংপুর:
শাহ্জালাল ইসলামী ব্যাংক-পিএলসি এর রংপুর শাখার উদ্যোগে সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশন- এর শ্যামপুর নিবাসী দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এবং রংপুর মহানগরীর এরশাদনগর (চিনিয়াপাড়া) এলাকায় বাইতুর রহমান দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসার কিছু গরীব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণকালে ভি.আই.পি. শাহদাত গ্রুপ-এর কর্মকর্তাবৃন্দ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক -পিএলসি এর রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!