• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণসভা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:০১ পিএম
বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণসভা

ঢাকা : বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শনিবার (২২ ফেব্রুয়ারী) বিজিএমইএ মাহাবুব আলী হলে বিজিএমইএর সাবেক সভাপতি, রুপালী ইন্সুরেন্স ও ড্রাগন গ্রুপের চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বপ্নদ্রষ্টা ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা, এদেশের অর্থনীতি ও সমাজ ব‍্যবস্হা উন্নয়নের কারিগর মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস’র প্রতি শ্রদ্ধা নিবেদন জন‍্য শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস এর জীবনের পথচলার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, এস এম ফজলুল হক, সাবেক প্রথম সহ সভাপতি আব্দুস সালাম, এস এম নুরুল হক, মঈনুদ্দীন আহমেদ মিন্টু, এস এম আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের তৈরী পোশাক শিল্প উদ্যোক্তা আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মহিউদ্দিন আহমদ, আ ন ম সাইফুদ্দিন, সৈয়দ তানভীর আহমেদ, মোহাম্মদ সেলিম, ঢাকার ব্যবসায়ী উদ‍্যোক্তা জিনাত আলী মিয়া ও রেজোয়ান সেলিম ও মোস্তফা গোলাম কুদ্দুস’র সহধর্মিণী ফজলুতুন নেসা, ড্রাগন সুয়েটার্স এন্ড স্পিনিং লিমিটেডর চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম‍্যান ফৌজিয়া কামরুন তানিয়া ও ফিনিইস এপ‍্যারেলস লিমিটেডের ব‍্যবস্হাপনা পরিচালক শেখ মোহাম্মদ ড‍্যানিয়াল প্রমুখ।

স্মরণসভায় বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস’র প্রতি শ্রদ্ধার সাথে সম্মান প্রদর্শন করে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি ফ‍্যাশন এন্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী ‘সিবিইউএফটি - মোস্তফা গোলাম কুদ্দুস’ মেমোরিয়াল স্কলারশিপ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রসার ও প্রচারের জন‍্য।

এমটিআই

Wordbridge School
Link copied!