• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট ও আইসিএমএবি-এর সমঝোতা স্মারক স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৫, ১২:২৬ পিএম
যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট ও আইসিএমএবি-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি : প্রতিনিধি

ঢাকা: যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (CIPFA) এবং দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB) বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে CIPFA-এর আন্তর্জাতিক পরিচালক খালিদ হামিদ এবং ICMAB-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ  ও নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ চুক্তিতে স্বক্ষর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. কাওসার আলম এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ, উপদেষ্টা ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ, এবং CIPFA-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই অংশীদারিত্বের মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনার মানোন্নয়ন, দ্বৈত সদস্যপদ সুবিধা, এবং পেশাগত উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা হবে। উভয় প্রতিষ্ঠান স্বচ্ছতা, দায়বদ্ধতা ও উত্তম শাসনব্যবস্থা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে।

এসআই

Wordbridge School
Link copied!