• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২২ দিনে প্রবাসী আয় এলো ৩০ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ২৩, ২০২৫, ০৮:৩৭ পিএম
২২ দিনে প্রবাসী আয় এলো ৩০ হাজার কোটি টাকা

ঢাকা: ঈদের আগে সাধারণত প্রবাসীরা দেশে স্বজনদের কাছে বেশি বেশি অর্থ পাঠান। আগের বিভিন্ন সময়ের মতো এবারো পাঠাচ্ছেন। তবে এবার ঈদের আগে দেশে টাকা পাঠানোর হার বেশি।

ঈদুল ফিতরের আগে গত ২২ দিনে দেশে রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯ হাজার ৯৮২ কোটি ২৩ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রোববার (২৩ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে এবার ঈদের আগে প্রবাসী আয় আগের সব রেকর্ড ভাঙবে।

বাংলাদেশ ব্যাংকের ২২ দিনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাস্ট্রায়ত্তহ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার।  

রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

গত বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক ৬৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয় আসে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল। আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার।

সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার পাঠান প্রবাসীরা।

এ নিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা সাত মাস প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করল।

আইএ

Wordbridge School
Link copied!