• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিএভিএ’র বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার হলেন লতিফ শাহরিয়ার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২৫, ০৭:০৪ পিএম
সিএভিএ’র বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার হলেন লতিফ শাহরিয়ার

ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম এ লতিফ শাহরিয়ার জাহেদী সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (CAVA) বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন।

গত ২৫ এপ্রিল সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ সময় সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (CAVA) প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ নিয়োগপত্রটি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর হাতে তুলে দেন।

মোহাম্মদ লতিফ আশা প্রকাশ করে বলেন, জনাব এম এ লতিফ শাহরিয়ার জাহেদী তার অভিজ্ঞতা, নিষ্ঠা এবং নেতৃত্বের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলে ভলিবলের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তার সক্রিয় অবদানের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলের সকল ভলিবল ফেডারশন আরও শক্তিশালী হয়ে উঠবে।

সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (CAVA) মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ১৪টি জাতীয় ফেডারেশন সদস্য নিয়ে গঠিত। এটি এশিয়ায় ইনডোর ভলিবল এবং সৈকত ভলিবল ও গ্রাস ভলিবল পরিচালনা করে এবং CAVA এশিয়ান মেনস নেশনস লীগ এবং CAVA এশিয়ান উইমেন্স নেশনস লীগ সহ জোনাল চ্যাম্পিয়নশিপ পরিচালনা করে।

এআর

Wordbridge School
Link copied!