• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তথ্যের সুরক্ষায় আন্তর্জাতিক আইএসও সনদ পেল বাংলালিংক


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৫, ০২:৫১ পিএম
তথ্যের সুরক্ষায় আন্তর্জাতিক আইএসও সনদ পেল বাংলালিংক

ফাইল ছবি

ঢাকা: তথ্যের সুরক্ষায় আন্তজাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) -এর সফল বাস্তবায়নের জন্য সম্মানজনক আইএসও সনদ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। মর্যাদাপূর্ণ এ সনদ সাইবার নিরাপত্তায় বাংলালিংকের কার্যক্রম পরিচালনাগত সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকের তথ্যের সুরক্ষায় প্রতিষ্ঠানটির দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

দেশের প্রথম সারির টেলিকম অপারেটরগুলোর মধ্যে বাংলালিংক অন্যতম, যারা আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে। এ মাইলফলক অর্জনে প্রতিষ্ঠানটি আইএসও’র সর্বশেষ সংস্করণের মানদণ্ড অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে, যার মাধ্যমে বাংলালিংক টেলিকম খাতে অনন্য উদাহরণ স্থাপন করেছে। এ সনদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে তথ্য নিরাপত্তা পদ্ধতি বাস্তবায়ন, এর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ধারাবাহিকভাবে উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বাংলালিংক দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য নিরাপত্তা অবিকাঠামো তৈরিতে নিরলস কাজ করে চলেছে। প্রতিষ্ঠানটির এ উদ্যোগ নেটওয়ার্কে অননুমোদিত অ্যাকসেস প্রতিহত করাসহ নানা ধরনের ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রেখেছে। বাংলালিংক কেবল গ্রাহকের তথ্যের সুরক্ষাই নিশ্চিত করছে না, একইসাথে নিরাপদ ও মানসম্পন্ন সেবাও প্রদান করছে।

এ সনদ প্রদানে বাংলালিংকের পরিচালন কাঠামো, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কঠোর মূল্যায়ন করা হয়। প্রতিষ্ঠানটি তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে ৬০টিরও বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে। পাশাপাশি, বাংলালিংকের সার্বক্ষণিক (২৪/৭) মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) ও সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) থেকে রিয়েল-টাইম নজরদারি ও তদারকি ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়। বাংলালিংকের কার্যকরী পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো প্রতিষ্ঠানটির গ্রাহকদের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন এবং একইসাথে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সক্ষমতার প্রমাণ।

এছাড়াও, বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সকল মানদণ্ডের সাথে সামঞ্জস্য রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিত অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা পরিচালনা করে। পাশাপাশি, নিজেদের কর্মীদের তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার সেরা অনুশীলনীগুলো সম্পর্কে সচেতন করতে নিয়মিত তাদের প্রশিক্ষণ প্রদান করে বাংলালিংক।

এ সনদ অর্জন নিয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টার্কার বলেন, “গ্রাহকদের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের যাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে আইএসও সনদ। ২০১৩ সাল থেকেই আমরা তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি করা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা ও মানদণ্ড পূরণে কাজ শুরু করি। এই অর্জন আমাদের এক দশকেরও বেশি সময়ের নিরলস শ্রমের স্বীকৃতি। বাংলালিংক শুধুমাত্র নিজেদের নেটওয়ার্কই নয়, গ্রাহকদের আস্থাও

এসআই

Wordbridge School
Link copied!