• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১১ মাস পর শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো ১ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৫, ০৪:৩৬ পিএম
১১ মাস পর শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো ১ হাজার কোটি টাকা

ঢাকা: দীর্ঘদিন ধরে লেনদেন শুন্যতায় ভুগছে দেশের শেয়ারবাজার। নানান সংকটে থাকা বাজারের গত কয়েকদিন দেখা গেছে ভিন্ন চিত্র। গত ১১ মাস পর বৃহস্পতিবার (৩১ জুলাই) এক হাজার কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি এক হাজার ৬৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। এদিকে আজ লেনদেন হয়েছে এক হাজার ৬৩ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকার বা ৪৩ শতাংশ। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪৩ পয়েন্টে। যা আগেরদিন ৫৪ পয়েন্ট বেড়েছিল। লেনদেন পৌঁছেছে হাজার কোটি টাকার ঘরে। 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০ টি বা ৩৮.০৭ শতাংশের। আর দর কমেছে ১৬৭ টি বা ৪২.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২০২পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছিল।

এআর

Wordbridge School
Link copied!