ঢাকা : সূচকের পতনের মধ্যদিয়ে শেষ হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২২টি কোম্পানির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত আছে ৬৮টির।
এ দিন ডিএসইতে মোট ৯১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪২.০৪ পয়েন্ট কমে ৯ হাজার ৪৫৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে ৯৬৪.৯৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯.০৮ পয়েন্ট কমে ১ হাজার ২০১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৫.৪৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।
সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
পিএস







































