• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহী জোনে শাহজালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালার আয়োজন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৫, ০৫:১৭ পিএম
রাজশাহী জোনে শাহজালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালার আয়োজন

ঢাকা: দেশব্যাপী জোনভিত্তিক কর্মশালা আয়োজনের অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে শনিবার (৯ আগস্ট) তারিখে রাজশাহীর স্থানীয় এক হোটেলে ব্যাংকের রাজশাহী জোনের মোট ১২ টি শাখা হতে ৫০ জন কর্মকর্তা নিয়ে “ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর এক্সিকিউটিভস এন্ড অফিশিয়ালস- রাজশাহী জোন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। 

উক্ত কর্মশালায় মো. জয়নুল আবেদীন, যুগ্মপরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আসাদুল ইসলাম খান উক্ত কর্মশালা উদ্বোধন করেন এবং ক্রেডিট ব্যাকড মানিলন্ডারিং প্রতিরোধ এর উপর মূল্যবান সেশন পরিচালনা করেন।

এন্টি মানিলন্ডারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম, এফএভিপি বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অত্র ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজার মো. আরিফ বিল্লাহ, এসএভিপি উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউএর সকল নির্দেশনা এবং শাহজালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কোনো ভাবে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ ও দেশের অর্থনীতিকে ভোগ করতে হবে।

মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাধাগ্রস্ত করে। তাই দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ ব্যাপারে আইন ও বিধি মোতাবেক সঠিক পদক্ষেপ নিতে হবে।

দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে, যাতে দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ ও জাতির সঠিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

এআর

Wordbridge School
Link copied!