• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্বাভাবিক বাড়ছে রহিমা ফুডের শেয়ারদর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২৫, ০২:৫৫ পিএম
অস্বাভাবিক বাড়ছে রহিমা ফুডের শেয়ারদর

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে এমন তথ্য উঠে এসেছে।

রহিমা ফুডের শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায় ডিএসই। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, রহিমা ফুডের গত ২৩ জুলাই শেয়ারদর ছিল ১১৯.৮ টাকা, যা ১০ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। অর্থাৎ ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪০.২ টাকা বা ৩৪ শতাংশ।

ওএফ

Wordbridge School
Link copied!