• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন টাকা আসল না নকল চেনার উপায়


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১১, ২০২৫, ০৩:২৬ পিএম
নতুন টাকা আসল না নকল চেনার উপায়

ঢাকা : দেশের দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে ছাড়া হবে নতুন ১০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নোটের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। যা জানা থাকলে বোঝা যাবে টাকার নোটটি আসল নাকি নকল।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ টাকা মূল্যমানের নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সামনের অংশে ডানদিকের কোনায় মুদ্রিত ১০০ লেখাটি রঙ পরিবর্তনশীল। নোটটি নাড়াচাড়া করলে রঙ সোনালি থেকে সবুজ হবে।

নোটের সামনের অংশের বামপাশে লাল ও উজ্জ্বল রূপালি রঙয়ের নিরাপত্তা সুতা আছে। নাড়াচাড়া করলে এ সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তন হবে। নতুন ১০০ টাকার নোটে ৩টি ছোট বৃত্ত আছে। যেটি হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। এ ছাড়া, গভর্নরের স্বাক্ষরের ডানপাশে অদৃশ্য ১০০ লেখা আছে। এটি কেবল আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। 

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এক’শ টাকার নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্মতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশা ও সিরিজের আওতায় বাজারে ছাড়া হচ্ছে। এ সিরিজের আওতায় আরও থাকবে ৫০০, ২০০, ১০, ৫ ও ২ টাকার নোট। বর্তমানে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে আছে।

১০০ টাকার নোটের সামনের অংশে বামপাশে ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা এবং নোটের পেছনে সুন্দরবন এর ছবি মুদ্রিত আছে। নোটে জলছাপ হিসেবে আছে রয়েল বেঙ্গল টাইগার এর মুখ।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!