• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন 


চট্টগ্রাম প্রতিনিধি আগস্ট ১৭, ২০২৫, ০৬:২৩ পিএম
চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন 

ঢাকা : “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) এ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহিয়া আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান। 

মোঃ রাফাত উল্লা খান বলেন, দেশের পরিবেশ উন্নয়ন, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও জলবাযু পরিবর্তনের প্রভাব কমাতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিকভাবে দায়বদ্ধ। এ দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনায়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছি। 

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর সার্বিক তত্বাবধানে দিনব্যাপী কর্মসূচীর আওতায় র‌্যালি, সেমিনার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন, ড. মোঃ কামাল হোসেন, ড. মো. আল আমিন, ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ২০২৫ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।

পিএস

Wordbridge School
Link copied!